কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে কটিয়াদী পৌরসভার চড়িয়াকোনায় অবস্থিত পৌর জামায়াত কার্যালয়ে উপজেলা জামায়াতের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে জামায়াতের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, কর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশের শান্তি–সমৃদ্ধি কামনাও করা হয়।
