আগামীকাল ১০ জুলাই (বৃহস্পতিবার) চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একইসঙ্গে ফল জানার পদ্ধতি জানানো হয়েছে।
এদিন দুপুর ২টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে প্রকাশিত হবে।গত মঙ্গলবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান ২০২৫ পরীক্ষার ফল আগামী ১০ জুলাই দুপুর ২টায় সারাদেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফলাফল সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী নিচে দেওয়া পদ্ধতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে ও এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে।
<span;>ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এ Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রিকরে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্টশিট ডাউনলোড করা যাবে।
রোল ও রেজিট্রেশন নম্বরের মাধ্যমে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রেজাল্টশিট ডাউনলোড করা যাবে।
এছাড়া, পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে নিচের উল্লেখ করা উপায়ে ফল সংগ্রহ করা যাবে।এসএসসি বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন SSC Dha 123456 2025 Send to 16222.
এআই
