‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে পরিবেশ ও প্রতিবেশের টেকসই উন্নয়নে কিশোরগঞ্জে গাছের চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে যুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদসহ বিশিষ্টজনেরা এ কার্যক্রমের প্রশংসা করেছেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ পৃথিবী গড়তে সারাদেশের মতো কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা। জীববৈচিত্র্য রক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে সহায়ক এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বিশিষ্টজনেরা।

চ্যানেল আই-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এসকে রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুল হাসান, প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন বণিক, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, বাংলালিংকের কিশোরগঞ্জের সিনিয়র জোনাল ম্যানেজার মো. আজিয়ার রহমান, বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।
