ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. “লাল জুলাই”
  2. অষ্টগ্রাম
  3. ইটনা
  4. কটিয়াদী
  5. করিমগঞ্জ
  6. কুলিয়ারচর
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. তাড়াইল
  10. নিকলি
  11. পর্যটন
  12. পাকুন্দিয়া
  13. বাজিতপুর
  14. বিনোদন
  15. ভৈরব
আজকের সর্বশেষ সবখবর

৪৭ চারায় আজিম উদ্দিন স্কুলে শহীদ জিয়ার স্মৃতি ফিরল শিক্ষার্থীদের মাঝে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

<span;>কিশোরগঞ্জ শহরের ব্যস্ততম সড়ক থেকে একটু ভেতরে ঢুকলেই দেখা মেলে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের। বিদ্যালয়ের মাঠের মাঝামাঝি দীর্ঘদিন দাঁড়িয়ে ছিল একটি কাঁঠাল গাছ সময়ের নীরব সাক্ষী হয়ে। গাছটি সাধারণ কোনো গাছ নয়; এটি রোপণ করেছিলেন স্বাধীনতার পর বাংলাদেশের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
<span;>১৯৭৯ সালের সেই সফরে বিদ্যালয়ে এসে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কিছুক্ষণ কাটান। বিদায়ী সময়ে নিজের হাতে মাটিতে পুঁতে দেন একটি কাঁঠাল গাছের চারা।

<span;>কালের প্রবাহে গাছটি আজ আর নেই। সময়ের স্রোতে হারিয়ে গেছে সেই কাঁঠাল গাছ। কিন্তু তার সাথে হারিয়ে যায়নি স্মৃতি কিংবা সবুজের যে স্বপ্ন তিনি শিক্ষার্থীদের মাঝে বুনেছিলেন।

<span;>দীর্ঘ সময় পর সেই স্মৃতিকে আবারও নতুন করে জ্বালিয়ে দেওয়া হলো। বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো ৪৭টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। <span;>প্রতিটি চারা যেন বহন করছে সময়ের বার্তা, প্রতীকীভাবে মনে করিয়ে দিচ্ছে, “একজন নেতা যেমন রোপণ করেছিলেন আশা, তেমনি নতুন প্রজন্মকেও বপন করতে হবে ভবিষ্যতের স্বপ্ন।”

<span;>এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সায়েদ সুমন। তিনি বলেন, <span;><span;>শহীদ প্রেসিডেন্ট জিয়া পরিবেশ রক্ষায় সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। আজ সেই বিপ্লবকে নতুন প্রজন্মের মাঝে জাগিয়ে তুলতেই এই উদ্যোগ। <span;>প্রেসিডেন্ট জিয়ার সেই স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠাবার্ষিকীর সংখ্যার সাথে মিলিয়ে প্রতীকীভাবে ৪৭টি চারা বিতরণ করেছি।”

<span;>অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপি সভাপতি আমিনুল ইসলাম আশফাক, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম এ সাদেক মুকুল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, সিনিয়র শিক্ষক ফজলুল হক, শিক্ষক মো. হারুনুর রশিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

<span;>বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে যখন প্রতীকীভাবে ৪৭টি চারা তুলে দেওয়া হচ্ছিল, তখন নেতাকর্মীদের চোখে মুখে যেন ভেসে উঠছিল সেই অতীত দিনের ছবি। হারিয়ে যাওয়া কাঁঠাল গাছের জায়গায় এবার বোনা হলো নতুন স্বপ্ন—যে স্বপ্ন পরিবেশকে রক্ষা করবে, প্রজন্মকে সবুজের বন্ধনে বেঁধে রাখবে।

<span;>নেতাকর্মীদের ভাষায় শতবর্ষী বিদ্যালয়ে চারা বিতরনের আয়োজনের দৃশ্যটি যেন সময়কে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল সেই ১৯৭৯-এ। একদিকে স্মৃতি, অন্যদিকে পরিবেশ রক্ষার দায়বদ্ধতা—দুটোই মিলেমিশে দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণকে করে তুলেছিল প্রাণবন্ত।

<span;>আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে সেই ক্ষণিকের আয়োজন যেন বলছিল—“গাছ হারিয়ে যেতে পারে, কিন্তু স্বপ্ন কখনো মরে না। শহীদ জিয়ার সবুজের ডাক আজও নতুন প্রজন্মকে ছুঁয়ে যায়।”