ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

এনসিপিতে যোগদান দিলেন ছাত্র অধিকার পরিষদের সাবেক কিশোরগঞ্জ জেলা সভাপতি রাকিবুল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সদ্য সাবেক সভাপতি রাকিবুল হাসান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন।

গত শনিবার (২৮ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে এনসিপিতে যোগ দেন। তার এই যোগদানপত্র গ্রহণ করেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক আবু সাঈদ (সাঈদ উজ্জল) এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব খলিলুর রহমান মুজাহিদ।

এনসিপিতে যোগদানের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাকিবুল হাসান কিশোরগঞ্জ প্রেসকে বলেন,

ছাত্র অধিকার পরিষদের সঙ্গে আমার পথচলা ছিল একেবারে শূন্য থেকে। জেলা পর্যায়ের সংগঠন গড়ে তুলতে দীর্ঘ সময় পরিশ্রম করেছি। অনেক বাধা ও ফ্যাসিবাদী শাসনের মুখেও কাজ চালিয়ে গেছি। তবে দুঃখজনকভাবে, সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ কোন্দল ও কয়েকজনের আধিপত্যবাদী আচরণ আমাদের গণতান্ত্রিক কাজকে কঠিন করে তুলেছে।”

তিনি আরও বলেন, “এনসিপির প্রতি আমার আস্থা জন্মেছে কারণ এটি একটি স্বচ্ছ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি, এখানে আমি আরও বেশি গঠনমূলকভাবে দেশের জন্য কাজ করতে পারবো।”