কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন সমন্বয় কমিটি গঠন করেছে। কমিটিতে রাজিন সালেহকে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে নিরব মিয়া (রুবেল)সহ ছয়জনকে।
গতকাল (২৯ জুন) রোববার রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত সমন্বয় কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন: নিরব মিয়া (রুবেল), রাকিবুল হাসান, মোহাম্মদ আফছর উদ্দীন, সোহেল রানা, মো. সজিব এবং জাহাঙ্গীর আলম।
কমিটির সদস্যরা হলেন: মো. রাসেল, নাইমুল ইসলাম পরাগ, আবদুল কাদির মুহাম্মদী, মো. জিল্লুর রহমান, আমিনুল ইসলাম, আজহারুল ইসলাম, মো. গোলাপ মিয়া, মো. শরীফ মিয়া, নূর মোহাম্মদ শাওন, মো. হিজবুল্লাহ এবং রাজিব হোসাইন।
দলের নেতারা জানান, এই কমিটির মাধ্যমে পাকুন্দিয়ায় সাংগঠনিক তৎপরতা আরও বেগবান হবে এবং তৃণমূলে এনসিপির কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।
