শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষাভীতি দূর করতে ও পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল অর্জনে অনুপ্রাণিত করতে অভিনব উদ্যোগ নিয়েছে জিনিয়াস আইডিয়াল স্কুল এন্ড কলেজ। প্রত্যাশিত ফলাফল অর্জনকারী প্রত্যেকেকেই বৃক্ষ উপহার দিলো প্রতিষ্ঠানটি।
গতানুগতিক চিন্তাধারা থেকে বেরিয়ে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা থেকেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকগণ এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
রোববার (২২ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ১ম সাময়িক পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জনকারী ১৯০ জন শিক্ষার্থীদের মাঝে এ বৃক্ষ উপহার প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টি জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মলাই ফকির বাজার সংলগ্ন আমিন সেন্টারে অবস্থিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিনিয়াস আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক তন্ময় আলমগীর, সহকারী শিক্ষক আলাম নাশরাক নিলি, হোমায়রা আক্তার সৃষ্টি, আরিফুল জব্বার আরমান, সায়মা রহমান জেসি, সাকাবির আকাশ, পান্না আক্তার, মরিয়ম আক্তার, রিতা আক্তার ও শতাধিক অভিভাবকসহ স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠাতা পরিচালক তন্ময় আলমগীর বলেন, “শুধু পুরস্কৃত করার ক্ষেত্রেই নয়, জিনিয়াস আইডিয়াল স্কুল এন্ড কলেজ পড়ালেখার মানের ক্ষেত্রেও ব্যতিক্রম। শিক্ষার্থীদেরকে শারীরিক ও মানসিকভাবে আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলাই মূল উদ্দেশ্য।”
৯ম শ্রেণির শিক্ষার্থীরা জানান, এই বিদ্যালয়ের প্রায় প্রতিটি কার্যক্রমই অভিনব। পাঠ্যবইয়ের পড়ালেখা ছাড়াও আরও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা আমরা পাই।
অভিভাবকগণ জানান, বৃক্ষ উপহার দেওয়ায় শুধু পরিবেশ সম্পর্কেই সচেতন হবে না, বিদ্যালয়মুখী হতেও উৎসাহিত হবে শিক্ষার্থীরা।
