ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ৩০, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (৩০ জুন) বিকাল ৩টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক নিয়ামতউল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি হাবিবুর রহমান সাঈদসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

এসময় জেলা প্রচার সম্পাদক নিয়ামতউল্লাহ বলেন, “আমরা সবুজের সমারোহে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”

উল্লেখ্য, পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রশিবির সারা দেশব্যাপী মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান চালিয়ে যাচ্ছে।