কিশোরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ড্যাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কলেজ শাখার আহ্বায়ক ডা. মো. মজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা সঞ্চালনা করেন ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখার সদস্য সচিব ডা. এস কে এম নাজমুল হাসান।
আলোচনা সভার আগে সকাল থেকেই চলতে থাকে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। অংশগ্রহণকারীরা এই আয়োজনকে মানবিক ও সময়োপযোগী হিসেবে স্বাগত জানান।
