ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে দস্যুতার প্রস্তুতিকালে চাকুসহ এক যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২৫ ৭:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ সদর থানা এলাকায় দস্যুতা সংঘটনের প্রস্তুতিকালে ফোল্ডিং চাকুসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব১৪, সিপিসি, কিশোরগঞ্জ ক্যাম্প।

শনিবার ( জুলাই) রাত ১১টার দিকে আলহাজ্ব আব্দুল কুদ্দুস হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রধান গেটের সামনে থেকে রাজীব দাশ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করে।

গ্রেফতার রাজীব দাশ শহরের খরমপট্টি এলাকার পরিমল দাশের ছেলে।

র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার ( জুলাই) রাতে নিয়মিত টহল পরিচালনার সময় একটি নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কিশোরগঞ্জ পৌরসভার পশ্চিম তারাপাশা সিদ্ধেশ্বরী মোড় থেকে বত্রিশ বাসস্ট্যান্ড রোড এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী দস্যুতা সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে আলহাজ্ব আব্দুল কুদ্দুস হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রধান গেটের সামনে থেকে দস্যুতা সংঘটনের প্রস্তুতিকালে রাজীব দাশকে একটি ফোল্ডিং চাকুসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।

র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির জানান, গ্রেফতারকৃত রাজীব দাশের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।