“মাদক ছেড়ে খেলাই চল” স্লোগানে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং খেলাধুলার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা মছার বাইদ যুব সংঘের উদ্যোগে আয়োজন করা হয় এক প্রীতি মিনি ফুটবল টুর্নামেন্ট।
রোববার (১৩ জুলাই) বিকেলে একরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই খেলাটি। আয়োজনটির মূল প্রতিপাদ্য ছিল— “মাদক ছেড়ে খেলাই চল”, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলে।
খেলার উদ্বোধন করেন বৌলাই ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য এবং বৌলাই ইউনিয়ন বিএনপির কোষাধক্ষ্য আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক হাজী আব্দুল রশিদ মহরি।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশ। জমজমাট এই খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলাকে ঘিরে স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
আয়োজকরা জানান, মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে নিয়মিতভাবে এ ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে।
এ ধরনের সামাজিক উদ্যোগে এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণে নতুন প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন অতিথিরা।
