ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৮, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী রাফসান নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফসান ওই গ্রামের মুস্তাকিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন।

স্বজনদের বরাতে ওসি জানান, ঘটনার সময় রাফসান ঘরের ভেতর খেলাধুলায় মেতে ছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শিশু রাফসানের মৃত্যুতে শিমুলিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।