ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনা: কিশোরগঞ্জ তরুন আলেম প্রজন্মের দোয়া মাহফিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ২২, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নিয়ে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল ও খতমুল কুরআন।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জ এর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একইসাথে জেলার বিভিন্ন মাদরাসায় অর্ধশতাধিক কুরআন খতম করে শহীদদের নামে ইসালে সওয়াবের ব্যবস্থা করা হয়।

বাদ আসর সুরা ইয়াসিন তেলাওয়াতের মাধ্যমে দুয়া মাহফিল শুরু হয়। দুয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় মাওলানা কবি সাইফ সিরাজ বলেন, ” যে মা ও যে বাবা সন্তান হারিয়েছেন তাদের যাতনা আমাদের উপলব্ধিতে আসবে না। আমরা তাদের সান্ত্বনার ভাষা বলতে পারবো। দিতে পারবো না। তাই মহান আল্লাহর কাছে নিহতদের শহীদী মর্যাদা চাই। প্রতিটি পরিবার যেনো শোক সামলে নিতে পারে। সবরে জামিল যেনো ধারণ করতে পারে সেই তাওফিক যেনো আল্লাহ দান করেন।” তিনি আরও বলেন, ” ভাগ্য বা তাকদীরের বাইরেই এই দুর্ঘটনা নিয়ে আমাদের কথা বলতে হবে। কোন অপরাজনীতি যেনো না হয়; সতর্ক থাকতে হবে। আমাদের দুর্নীতি, লোভ, বিচারহীনতা আর অপরাজনীতির ফলাফল হলো এমন দুর্ঘটনা।
জনবহুল এলাকায় কেন পরীক্ষামূলক ফ্লাইং হবে? এসব আউটডেটেড বিমান কেনো এখনো আমরা চালাবো? এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করা জরুরি।”

মুফতি ইলিয়াস কাসেমী বলেন, ” আমাদের পাপের প্রায়শ্চিত্ত করছে আমাদের নিষ্পাপ, ফুলের মতো শিশুরা। আজকে এটা যদি দুর্ঘটনা হয় তাহলে আমাদের তাওবা বাড়াতে হবে। আর যদি ইস্যু ধামাচাপা দেয়ার জন্য হয় তাহলে সরকারকে জবাব দিতে হবে। দু’টি কারণেই আমি জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের পাপকে দায়ী করবো।” তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য আল্লাহর কাছে সাহায্য চান।

এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা দেশের সর্বস্তরে দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গঠনের আহ্বান জানান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করে শহীদ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। তারা দেশে ইসলামবিরোধী সকলকর্মকান্ড থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন জামিয়াতুর রসুল গাইটাল মাদরাসার মুহতামিম মাওলানা মাওদুদ হাসান শাম্মি,বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস ক্বাসেমী,লেখক,সাহিত্যিক মাওলানা সাইফ সিরাজ,জামিআ আবু বকর সিদ্দীক রা. মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল্লাহ সাদেক,জামিয়া কাদেরিয়া শাহেদল মাদরাসার মুহতামিম মাওলানা আবুল ক্বাসে জুয়েল,আল জামিয়াতুল ইমদাদিয়ার মুদাররিস মাওলানা আব্দুর রহিম,দারুল আরকাম ইন্সটিটিউট এর সহকারী পরিচালক মাওলানা আকরাম খন্দকার,হেফাজতে ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহপ্রচার সম্পাদক মাওলানা হুমায়ুন কবির ,মাদরাসা বাইতুল হিকমাহ কিশোরগঞ্জ এর মুহতামিম মাওলানা নাজিম উদ্দিন প্রমুখ।

এ ছাড়াও কিশোরগঞ্জ জেলার উলামায়ে কেরাম ও সর্বস্তরের তাওহিদী জনতা উপস্থিত ছিলেন।