সাইফুর’স কিশোরগঞ্জ শাখার এক বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ষপূর্তি উৎসব ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জের আখড়া বাজারে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে উৎসবের সূচনা হয়। শাখার পরিচালক মো. আব্দুল হাই-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুর’স প্রাইভেট লিমিটেড-এর প্রতিষ্ঠাতা জনাব সাইফুর রহমান খান। তিনি শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ইংরেজিকে সহজভাবে শেখানোর ক্ষেত্রে সাইফুর’স সবসময় অগ্রণী ভূমিকা রেখে চলেছে। অভিভাবকদের উচিত, সন্তানদের ইংরেজি চর্চায় আরও বেশি উৎসাহ দেওয়া।”
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরিফ, গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোফাজ্জল হুসেন এবং কিশোরগঞ্জ ডেপুটি জেল সুপার আলী আফজাল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনার পাশাপাশি শেকড় সাংস্কৃতিক সংসদের গান ও নাটিকা উৎসবে বাড়তি আনন্দ যোগ করে। অনুষ্ঠানের এক পর্যায়ে লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মাঝে বাড়তি উৎসাহ জোগায়।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠান শেষে পরিচালক হেলাল উদ্দিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে উৎসবের পর্দা নামে।
