জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালির আয়োজন করেছে হোসেনপুর উপজেলা গণঅধিকার পরিষদ। সোমবার (৫ আগস্ট) বেলা ১২টায় মোরগমহল থেকে শুরু হয়ে হাসপাতাল মোড় ঘুরে নতুন রাস্তা মোড়ে এসে এ র্যালি শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।
র্যালিতে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তিনি বলেন, “আজ জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু সেই প্রত্যাশার কোনো দৃশ্যমান অগ্রগতি আজও নেই। তখনকার অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার রক্তের পথ বেয়ে ক্ষমতায় আসে। অথচ আজ তারা সেই রক্তের সঙ্গে বেঈমানি করছে। শহীদদের পরিবার এখনো ক্ষতিপূরণ পায়নি, আহতদেরও সঠিক চিকিৎসা নিশ্চিত হয়নি। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, এক বছরেও শহীদদের একটি নির্ভুল পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা যায়নি।”
আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, “গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। গুম-খুন করে বিরোধী মত দমন করেছে। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়। আওয়ামী লীগ আর কোনো দিন বাংলাদেশে ফিরতে পারবে না। এবং কাউকে আমরা নতুন করে আওয়ামী লীগ হতে দেব না। কেউ ফ্যাসিবাদের পথে হাঁটতে চাইলে আওয়ামী লীগের মতোই ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করবে।”
স্থানীয় প্রসঙ্গে আবু হানিফ বলেন, “এই কিশোরগঞ্জে বড় বড় নেতা হয়েছেন, কিন্তু কেউ এলাকার জন্য কিছু করেননি। আমরা এই অঞ্চলের স্বাস্থ্য, চিকিৎসা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে চাই। এখানে কোনো চাঁদাবাজ বা দখলবাজের ঠাঁই হবে না।”
প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আগে প্রশাসন আওয়ামী লীগের হয়ে কাজ করত। এখন কোনো দল ক্ষমতায় নেই, তবু কিছু কর্মকর্তা এখনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন। তাদের বলছি—নিরপেক্ষভাবে জনগণের জন্য কাজ করুন। না হলে আপনাদের পরিণতিও ভালো হবে না।”
সমাবেশে আরও বক্তব্য দেন শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান খান। তিনি বলেন,
“৫ আগস্টের আগে গণঅধিকার পরিষদই একমাত্র লড়াই করেছে। চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে আমরা প্রস্তুত। কেউ এসব কর্মকাণ্ড করলে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। হোসেনপুরে কোনো চাঁদাবাজ-দখলবাজের ঠাঁই হবে না।”
রিপন রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অভি চৌধুরী, হোসেনপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সালমান, যুব অধিকার পরিষদের সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক রাসেল শেখ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলম, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুহেল হায়দার, হোসেনপুর পৌর আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা আহ্বায়ক ইমরান হাসান, সদস্য সচিব হুমায়ুন কবীরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
