গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা শহরের কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা ও হত্যার মতো ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য দেন।
