ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে এনডিএফ-এর ডক্টরস মতবিনিময় সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২৫ ৩:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কিশোরগঞ্জ শাখার উদ্যোগে ডক্টরস মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে এ অনুষ্ঠান হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন এনডিএফ কিশোরগঞ্জ শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী।
ইবনে সিনা হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও এনডিএফ কিশোরগঞ্জ শাখার সভাপতি ডা. জেহাদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক ও মাওলানা নাজমুল ইসলাম।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. রমজান আলী কিশোরগঞ্জের স্বাস্থ্য খাতের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, জেলার ডাক্তারদের সমস্যাগুলো স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য সচিবের কাছে পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, চিকিৎসকদের জীবনে কেবল পেশাগত সাফল্য নয়, পরকালীন সফলতাও গুরুত্বপূর্ণ। এজন্য অহংকারমুক্ত থেকে হালাল উপার্জন, উন্নত চরিত্র গঠন এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় অব্যাহত প্রচেষ্টা চালাতে হবে।