ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

মিরদী ফাজিল মাদরাসার শিক্ষকের উপর নারী ভাইস প্রিন্সিপালের হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মিরদী ফাজিল মাদরাসায় শিক্ষক নুরুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী-অভিভাবক স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মাদরাসা এলাকায় সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন মাদরাসার শিক্ষার্থী এলাকার সাধারণ মানুষ।

জানা গেছে, সোমবার (১৮ আগস্ট) উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মিরদী ফাজিল মাদরাসায় সকাল ১০টা ১৮ মিনিটে শিক্ষক নুরুল ইসলাম অফিসকক্ষে প্রবেশ করেন। কিন্তু ভাইস প্রিন্সিপাল আমিরুন্নেছা উপস্থিত থাকা সত্ত্বেও তাকে হাজিরা খাতায় অনুপস্থিত দেখান। বিষয়ে প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে কথাকাটাকাটির জেরে তিনি একটি বেঞ্চের কাঠের টুকরো দিয়ে শিক্ষক নুরুল ইসলামকে আঘাত করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাইস প্রিন্সিপালকে মাদরাসার একটি কক্ষে আটকে রাখে। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পাকুন্দিয়া থানার আহুতিয়া পুলিশ ফাঁড়ির একটি দল তাকে উদ্ধার করে। এসময় শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে এবং ডিম নিক্ষেপ করে।

স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, সহকারী অধ্যাপিকা আমিরুন্নেছা জাল সনদের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে প্রিন্সিপাল শহিদুল্লাহরও অবৈধভাবে নিয়োগ পান।