কিশোরগঞ্জ জেলা পরিষদে এক নতুন যুগের সূচনা হলো। জেলা পরিষদের ডাকবাংলো ও অডিটোরিয়ামের জন্য নতুন অনলাইন বুকিং সিস্টেম উদ্বোধন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক ফৌজিয়া খান।
অনুষ্ঠান পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জনাব মোছা. মোস্তারী কাদেরী। নতুন সেবার উদ্বোধনের মাধ্যমে সাধারণ মানুষ ডাকবাংলো ও অডিটোরিয়াম সহজেই অনলাইনে বুক করতে পারবে।
জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, “এই ডিজিটাল সেবা কিশোরগঞ্জের নাগরিকদের জন্য সময় ও শ্রম বাঁচাবে। আগে মানুষকে সরাসরি এসে আবেদন করতে হতো, এখন অনলাইন বুকিং এর মাধ্যমে তারা বাড়ি বসেই সেবা গ্রহণ করতে পারবেন।”
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরী বলেন, “আমরা সবসময় চেষ্টা করছি প্রযুক্তি ব্যবহার করে নাগরিকদের জন্য সেবা আরও সহজ ও স্বচ্ছ করতে। অনলাইন বুকিং সিস্টেম তারই অংশ। আশা করছি এটি জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।”
নতুন সেবাটি কিশোরগঞ্জ জেলা পরিষদের কার্যক্রমকে আধুনিকায়নের পথে এক নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয়রা আশা করছেন, এই প্রযুক্তি ব্যবহার আরও দ্রুত, স্বচ্ছ ও সুবিধাজনক পরিষেবা নিশ্চিত করবে।
