ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরো অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন কটিয়াদীর আব্দুস ছাত্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৫ ৭:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সিঙ্গাপুরে আয়োজিত মর্যাদাপূর্ণ ‘সাইলেন্ট হিরো অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. আব্দুস ছাত্তার (৩৩)। শনিবার (২৭ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের শাংরি-লা হোটেলে অনুষ্ঠিত হয় এ বছরের পুরস্কার প্রদান অনুষ্ঠান।

আব্দুস সাত্তার কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম গ্রামের মো. আব্দুল হাসিম ও রওশনা বেগম দম্পতির সন্তান।

জানা গেছে, এ বছর সিঙ্গাপুরের বিভিন্ন সামাজিক, মানবিক ও অনুপ্রেরণামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে মোট ১২৪ জনকে মনোনীত করা হয়, যার মধ্যে ২৪ জন চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হন। পাঁচটি বিভাগে দেওয়া হয় এ পুরস্কার—মানবিকতা (Heart of Humanity), অনুকরণীয় যুবক (Inspiring Youth), অসাধারণ প্রবীণ (Outstanding Adult), প্রতিশ্রুতিশীল অগ্রগামী (Pioneer of Promise) এবং মমতাময় বিদেশি (Compassionate Foreigner)।

বাংলাদেশি আব্দুস ছাত্তার ‘Compassionate Foreigner’ বিভাগে পুরস্কার গ্রহণ করেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী ও জাতীয় উন্নয়ন মন্ত্রী ইন্দ্রাণী রাজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনতা, পাশির রিস-চাঙ জেআরসি-র প্রতিনিধি এবং অন্যান্য অতিথিরা।

মন্ত্রী ইন্দ্রাণী রাজা বলেন, “যারা নীরবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন, তারা আমাদের অনুপ্রেরণা। এই পুরস্কার তাদের নিবেদিতপ্রাণ আত্মার প্রতি শ্রদ্ধা।”

আব্দুস ছাত্তার গত ১১ বছর ধরে সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং বর্তমানে একটি লজিস্টিকস কোম্পানিতে ওয়ারহাউস অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে কর্মরত। দুই কন্যা সন্তানের জনক এই প্রবাসী গত দুই বছর ধরে 24asia সংগঠনের ম্যানেজিং ডেভেলপমেন্ট লিড হিসেবে কাজ করছেন। শুধু গত এক বছরেই তিনি প্রতিষ্ঠাতা নাজমুল খানের তত্ত্বাবধানে ১,৫০০-র বেশি প্রবাসী শ্রমিককে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সহায়তা করেছেন। এর আগে তিনি Migrant Workers’ Centre (MWC) এর সাথেও সক্রিয়ভাবে কাজ করেছেন।

বাংলাদেশি প্রবাসীদের জন্য আব্দুস ছাত্তারের এই সম্মান নিঃসন্দেহে এক অনুপ্রেরণার বার্তা।

বাংলাদেশি কমিউনিটি গর্বিত তাঁর এই অর্জনে। অভিনন্দন ও শুভকামনা রইল আব্দুস ছাত্তার এর প্রতি।