দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ অভিযান চালিয়ে ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সাড়ে ৩টার দিকে ভৈরব শহরের চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক। এ অভিযানে ২১ বস্তা জব্দ নিষিদ্ধ কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। যা পরবর্তীতে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সারা দেশে মা ইলিশ নিধন রোধে চলমান অভিযানের অংশ হিসেবে ভৈরব উপজেলার বিভিন্ন হাওর ও জলাশয়ে টানা অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাজারে জাল ব্যবসায়ীদের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়।

অভিযানে শামসুল ইসলামের গোডাউন থেকে ১৮ বস্তা এবং সাগর মিয়ার গোডাউন থেকে ৩ বস্তা—মোট ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। পরবর্তীতে জনসমক্ষে জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে ওই দুই দোকানের মালিককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক, ভূমি অফিস ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ অভিযানে ভৈরব শহর ফাঁড়ির পুলিশের সদস্যরা সহযোগিতায় করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন, “কারেন্ট জাল ব্যবহার, ক্রয়-বিক্রয় ও গুদামজাতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
তিনি আরও জানান, মা মাছ সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির মাছ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
