ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামে সৈয়দ নিয়াজ হাসান সোহাগ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের অষ্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সৈয়দ নিয়াজ হাসান সোহাগ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। রোববার (২২ জুন) বিকেল ৫টায় সদর ইউনিয়নের হাবেলীপাড়া কবরস্থান সংলগ্ন মাঠে জমজমাট এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় দেওয়ান দিঘির পাড় একাদশ ও এসএসসি ব্যাচ ২০২৩ একাদশ।

রোমাঞ্চকর খেলায় ১-০ গোলে জয়ী হয়ে ট্রফি তুলে নেয় এসএসসি ব্যাচ ২০২৩ একাদশ। খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা শত শত দর্শকের উপস্থিতিতে মাঠে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

১৬টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের আয়োজক ছিল হাবেলীপাড়া তরুণ যুব সংঘ। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রয়াত সৈয়দ নিয়াজ হাসান সোহাগের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে এবং মাদকমুক্ত সমাজ গঠনের সচেতনতা ছড়িয়ে দিতেই এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ দিলশাদ জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার ওসি মোঃ রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, বিএনপি নেতা রাজিব হাসান খান, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন সদর ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সৈয়দ ফায়াজ হাসান বাবু। তিনি বলেন, “সোহাগ আমার আপন ছোট ভাই। ২০০৩ সালে এক মর্মান্তিক লঞ্চ ট্রাজেডিতে তিনি মারা যান। তার স্মৃতিকে ধরে রাখতে ও তরুণদের খেলাধুলার মাধ্যমে গড়তে এই আয়োজন।”

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি ও রানারআপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার হিসেবে দেওয়া হয়।

এলাকাবাসীর দাবি, এই ধরনের আয়োজন প্রতিবছর অব্যাহত থাকুক। কারণ এতে যেমন ক্রীড়ামোদী তরুণদের উৎসাহ বাড়ে, তেমনি সমাজ থেকে মাদক দূর করার বার্তাও ছড়িয়ে পড়ে।