ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে অর্থ লুট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩১, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত ১৬শ’ শতকে সুলতানি আমলে নির্মিত ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে ফজরের নামাজের সময় বিষয়টি নজরে আসে বলে জানিয়েছেন মসজিদের ইমাম জালাল উদ্দিন। এর আগে দিবাগত রাতে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের এ ঘটনা ঘটে।

জানা যায়, অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত পাঁচ গম্বুজ বিশিষ্ট আকর্ষণীয় এ মসজিদটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এখানে ছুটে আসেন। ১৯০৯ সালে তৎকালীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে সংরক্ষিত হিসেবে নথিভুক্ত করে। অনেক ঐতিহাসিকদের মতে চতুর্দশ শতাব্দীর শুরুতে হযরত শাহ জালাল (র.) বাংলাদেশে আসেন এবং সিলেট জয় করেন। পরে তার সহচর হযরত কুতুব শাহ (র.) অষ্টগ্রামে আগমন করে মসজিদটি নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন। তার নামানুসারেই কুতুব শাহ মসজিদের নামকরণ করা হয়েছে মনে করা হয়। মসজিদটির পাশেই একটি কবর রয়েছে যা কুতুব শাহ (র.) এর বলে ধারণা করা হয়ে থাকে।

মসজিদ কমিটির সদস্য ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু জানান, ঐতিহাসিক এই মসজিদের দানবাক্স ভেঙে টাকা লুটে নেয়ার ঘটনাটি খুবই নিন্দনীয়। ইদানীং আইনশৃঙ্খালা পরিস্থিতির অবনতি হওয়ায় চুরি-ডাকাতি অনেক বেড়ে গেছে। প্রশাসন ও আইনশৃঙ্খালা রক্ষা বাহিনীর আরও তৎপর হওয়া উচিৎ।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, এ ঘটনায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও ইমাম জালাল উদ্দিন কারো নাম উল্লেখ না করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তকে আটক করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

কুতুব শাহ মসজিদের সভাপতি ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, প্রতি তিন মাস পর পর দানবাক্স খুলে টাকা গণনা করা হয়। প্রতিবার গড়ে ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকার মত পাওয়া যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।