ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের পাশে বাজিতপুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবির

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ২৬, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (২৬ জুন)। দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থী সহায়তায় এগিয়ে এসেছে নানা সংগঠন। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের বাজিতপুরে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

পরীক্ষার্থীদের সুবিধার্থে বাজিতপুর সরকারি কলেজ কেন্দ্রে ছাত্রশিবিরের কলেজ শাখার উদ্যোগে স্থাপন করা হয় একটি হেল্প ডেস্ক। সেখান থেকে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম, স্কেল, ঠাণ্ডা শরবত এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। পরীক্ষার দিন সকাল থেকেই ছাত্রশিবিরের কর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কার্যক্রম পরিচালনা করেন।

হেল্প ডেস্ক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, অর্থ সম্পাদক আবু আহমেদ, বাজিতপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হাকিম, সেক্রেটারি হিজবুল্লাহ এবং বাজিতপুর সরকারি কলেজ শাখার সভাপতি আলী হোসেন ও সেক্রেটারি আরাফাত হোসেন।

 

জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন জানান, পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই তারা শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছেন এবং ভবিষ্যতেও এ ধরণের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পরীক্ষার্থীরা জানান, এমন মানবিক সহযোগিতা তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং মানসিকভাবে স্বস্তি দেয়। স্থানীয় অভিভাবকরাও ছাত্রশিবিরের এই কার্যক্রমের প্রশংসা করেন।