ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

বাজিতপুরে নিহত রিকশাচালকের বাড়িতে জামায়াত নেতা রমজান আলী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৫ ৫:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের নিহত রিকশাচালক নমুজ আলীর পরিবারের খোঁজখবর নিতে এবং তাদের সান্ত্বনা জানাতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।

গতকাল শুক্রবার বিকেলে তিনি নিহত নমুজ আলীর বাড়িতে গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে নিহতের ছোট ছোট সন্তানদের লেখাপড়ার দায়িত্বে পাশে থাকার আশ্বাস দেন।

নমুজ আলী প্রতিদিনের মতো রিকশা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পার্শ্ববর্তী ঋষিপাড়া গ্রামের কিছু সন্ত্রাসীর হামলার শিকার হন এবং পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

অধ্যাপক রমজান আলী পরে ঋষিপাড়া এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়।”

এ সময় তিনি এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথেও মতবিনিময় করেন।

পরিদর্শনকালে অধ্যাপক রমজান আলীর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলা শাখার নায়েবে আমীর ফারুক আহমেদ, সেক্রেটারি মাওলানা মোবারক উল্লাহ, দিঘিরপাড় ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মাসুম মিয়া, সেক্রেটারি মোঃ হায়দার আলী, সহ-সভাপতি আক্তার হোসেন, ও যুব বিষয়ক সেক্রেটারি হুসাইন আহমদ প্রমুখ।