জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে লালন করে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করতে যাচ্ছে কিশোরগঞ্জ কালচারাল সোসাইটি।
আগামীকাল বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টায় শহরের কালীবাড়ি মোড়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানভিত্তিক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।
কিশোরগঞ্জ কালচারাল সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে, “জুলাই অভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। নতুন প্রজন্মের মধ্যে সেই ইতিহাসকে ছড়িয়ে দিতে এবং দেশপ্রেম জাগ্রত করতেই আমাদের এই আয়োজন।”
আয়োজকরা জানিয়েছেন, তরুণ প্রজন্মকে ইতিহাস সচেতন করে তুলতে এবং সামাজিক-সাংস্কৃতিক জাগরণ ঘটাতেই এই প্রয়াস। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
