ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুর ছাত্র অধিকারের কমিটি ঘোষণা: সভাপতি সালমান, সম্পাদক মনিরুজ্জামান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার আওতাধীন হোসেনপুর উপজেলার কার্যক্রম এগিয়ে নিতে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে সালমান আহমেদ সাব্বির এবং সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান খান মনোনীত হয়েছেন। বুধবার (২ জুলাই) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সভাপতি ইমন খান ও সাধারণ সম্পাদক পায়েল -এর যৌথ স্বাক্ষরে অনুমোদিত এই কমিটি রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন যথাক্রমে সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম মুস্তাকিম, সহ-সভাপতি জুয়েল আহম্মেদ জয়, মোঃ সাদেক, ওয়াসেক বিল্লাহ,

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়ন্তা আহমেদ ফরহাদ, ফুরকান আহমেদ, আনোয়ার হোসেন ও ফাহিম মুনাঈম।

সাংগঠনিক সম্পাদক জে এইচ শাহিন, সিনিয় সহ-সাংগঠনিক আবু সাঈদ, সহ- সাংগঠনিক সম্পাদক পল্লব কুমার ঘোষ, মোঃ সজিব মিয়া ও মোঃ লিমন মিয়া ।
দপ্তর সম্পাদক সারিব আহমেদ, অর্থ সম্পাদক সানি আহমেদ।

 

এছাড়া অন্যান্য পদ ছাড়াও দশজনকে সদস্য পদে অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটি আগামী ছয় মাসের জন্য কিশোরগঞ্জ জেলার আওতাধীন হোসেনপুর উপজেলার ছাত্র অধিকার পরিষদের কার্যক্রম পরিচালনা করবে।