জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা সদর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ইটনা উপজেলা জামায়াতের আমির হাফেজ আবুল হোসাইনের সভাপতিত্বে গণমিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ।
গণমিছিলে বক্তারা বলেন, জুলাই বিপ্লব ছিল স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী উদাহরণ। তাঁরা জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।
