কিশোরগঞ্জের জাফরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একটি অসহায় পরিবারের মেয়ের বিয়েতে অর্থ সহায়তা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১১ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাফরাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
বিবাহ উপলক্ষে হাদিয়া হিসেবে অর্থ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। মানবিক এ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, জেলা আইন ও মানবাধিকার সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মাহমুদ, উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ হাবিব, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম মাজহার।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক আল-আমিন সজীব, ইউনিয়ন সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাকিম আল হুসাইন ও ছাত্র আন্দোলনের ইউনিয়ন সভাপতি ইয়াসিন আহমাদ।
নেতারা বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আদর্শিক প্রতিষ্ঠান। সমাজ ও মানবতার কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।”
মানবিক সহায়তার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগটি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
