ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

অসহায় মেয়ের বিয়েতে অর্থ সহায়তা দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৫ ৬:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের জাফরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একটি অসহায় পরিবারের মেয়ের বিয়েতে অর্থ সহায়তা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১১ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাফরাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

বিবাহ উপলক্ষে হাদিয়া হিসেবে অর্থ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। মানবিক এ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, জেলা আইন ও মানবাধিকার সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মাহমুদ, উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ হাবিব, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম মাজহার।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক আল-আমিন সজীব, ইউনিয়ন সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাকিম আল হুসাইন ও ছাত্র আন্দোলনের ইউনিয়ন সভাপতি ইয়াসিন আহমাদ।

নেতারা বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আদর্শিক প্রতিষ্ঠান। সমাজ ও মানবতার কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।”

মানবিক সহায়তার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগটি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।