ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের করিমগঞ্জে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামের পাশে নরসুন্দা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত সাইফা (১০) করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের রতন মিয়ার মেয়ে এবং মায়মুনা (৯) একই এলাকার ইকলাস মিয়ার মেয়ে। সাইফা দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এবং মায়মুনা একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির  শিক্ষার্থী ছিল।

এলাকাবাসীর বরাতে থানা পুলিশ জানায়, আ জ বুধবার দুপুরে স্কুল ছুটির পরে সাইফা ও মায়মুনা বাড়ির পাশে খেলাধুলা করতেছিল। খেতে-খেতে তারা কোনো এক সময় নরসুন্দা বাড়ির পাশের নরসুন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনার খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ নিজ বাড়িতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।