তরুণদের মাঠমুখী করতে ও খেলাধুলার প্রতি উৎসাহিত করতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গলের সাঁতারপুর বিদ্যালয় মাঠে শুরু হয়েছে নাইট ফুটবল টুর্নামেন্ট। মানবিক ও সামাজিক সংগঠন ‘লাভ শেয়ার বিডি’র আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে কৃতী সাবেক খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় শত শত দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলার ১নং কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ উদ্দিন আহমেদ, আইনজীবী মো. শফিকুল ইসলাম, পদ্মা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ জেলার সাবেক কৃতি খেলোয়াড় আতিকুল ইসলাম পিন্টু ও মেজবাহ উদ্দিন আহমেদ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃষ্টিস্নাত আকাশের নিচে হাজারো দর্শকের উৎসাহে রাত ১১টা পর্যন্ত চলে উদ্বোধনী ম্যাচ। খেলা পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শামীম খান। সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লাভ শেয়ার বিডির সদস্য এবং কিশোরগঞ্জের পরিচিত সমাজকর্মী রায়হান কাওসার বাপ্পী।
উদ্বোধনী খেলায় ব্রাদার্স স্কোয়াড ১–০ গোলে জয় লাভ করে।
সমাজকর্মী রায়হান কাওসার বাপ্পী জানান, এই আয়োজনের লক্ষ্য শুধু খেলাধুলার বিকাশ নয়, বরং তরুণ প্রজন্মকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি মানবিক সমাজ গঠনে উৎসাহিত করা।
