পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার noble উদ্দেশ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ঊষার আলো ফাউন্ডেশন।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার শিমুলিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাকুন্দিয়া উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন শিমুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঊষার আলো ফাউন্ডেশনের পরিচালক এইচ এম ফরহাদ ভূঁইয়া, সম্পাদক আব্দুস ছামাদ, সহ-সম্পাদক আব্দুল্লাহ আল হাদী, প্রশিক্ষণ ও পরিকল্পনা সম্পাদক রাশেদুল হাসান, প্রচার সম্পাদক শহীদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি মাওলানা আব্দুল জব্বার তার বক্তব্যে বলেন, “গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। পরিবেশকে সুন্দর রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো উচিত।”
ঊষার আলো ফাউন্ডেশনের পরিচালক এইচ এম ফরহাদ ভূঁইয়া বলেন, “আমরা শুধু চারা রোপণ নয়, বরং তা বড় হওয়া পর্যন্ত দেখভালের জন্য স্থানীয়দের দায়িত্বশীল করতে চাই। নিয়মিতভাবে এমন কর্মসূচি আয়োজন অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে চারা বিতরণ করা হয় এবং চারা রোপণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
