বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে পাকুন্দিয়া পৌর শহরের কেন্দ্রীয় সড়কে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা জাসাসের আহ্বায়ক আকরাম হোসেন কাজলের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, মাহমুদুজ্জামান রিপন এবং পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দীন। বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটের সামনে এসে সংক্ষিপ্ত মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, “নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি ষড়যন্ত্রকারী মহল অপপ্রচার ও কুৎসা রটনা চালাচ্ছে। তারা তারেক রহমানের বিরুদ্ধে অশালীন বক্তব্য ছড়াচ্ছে। কিন্তু বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপির মূল শক্তি হলো দেশের জনগণ। কোনো ষড়যন্ত্র কিংবা অপপ্রচারে বিএনপির বিজয়ের অগ্রযাত্রা থামানো যাবে না।” মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
