ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. “লাল জুলাই”
  2. অষ্টগ্রাম
  3. ইটনা
  4. কটিয়াদী
  5. করিমগঞ্জ
  6. কুলিয়ারচর
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. তাড়াইল
  10. নিকলি
  11. পর্যটন
  12. পাকুন্দিয়া
  13. বাজিতপুর
  14. বিনোদন
  15. ভৈরব
আজকের সর্বশেষ সবখবর

রোগীদের জন্য পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ছাত্রদল নেতার ফ্যান উপহার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি কমাতে ছয়টি বৈদ্যুতিক সিলিং ফ্যান উপহার দিয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল।

রোববার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খানের হাতে ফ্যানগুলো তুলে দেন তিনি। এ ছাড়া হাসপাতালের জরুরি বিভাগের সামনের গেটে রোগী আনা-নেয়ার ট্রলির চলাচলের সুবিধার্থে একটি ঢালু সিঁড়িও পাকাকরণ করা হয়েছে।

মাজহারুল হক উজ্জ্বল পৌরসদরের চরপাকুন্দিয়া মৌলভীপাড়ার বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ রোগী বহির্বিভাগে সেবা নিতে আসেন। টিকিট ও চিকিৎসার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাদের। কিন্তু পর্যাপ্ত বৈদ্যুতিক ফ্যান না থাকায় গরমে রোগীরা চরম দুর্ভোগে পড়ছিলেন। বাজেট ঘাটতির কারণে হাসপাতাল কর্তৃপক্ষ ফ্যান স্থাপন করতে পারছিল না। বিষয়টি নজরে আসার পর ছাত্রদল নেতা উদ্যোগ নিয়ে ফ্যানগুলো স্থাপন করেন।

এ ছাড়া জরুরি বিভাগের গেট দিয়ে ট্রলিতে রোগী আনানেয়ার সময় সিঁড়ি থাকায় দ্রুত প্রবেশে সমস্যা হতো। নতুন করে ঢালু সিঁড়ি পাকাকরণ হওয়ায় এই দুর্ভোগও কমবে।

মাজহারুল হক উজ্জ্বল বলেন, “চিকিৎসা নিতে আসা মানুষদের কষ্ট লাঘবের জন্য আমরা ছয়টি সিলিং ফ্যান ও জরুরি বিভাগের গেট পাকা করে দিয়েছি। আশা করি এতে তাদের ভোগান্তি কিছুটা হলেও কমবে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান বলেন,
“ছাত্রদল নেতার এই মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এ ধরনের প্রয়াস সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”