ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৪, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জের ভৈরব উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় ভৈরব উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমীরুল ইসলাম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। সৎ, মেধাবী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থীরাই দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকের এই কৃতি শিক্ষার্থীদের মধ্যে থেকেই ভবিষ্যতের শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, বিজ্ঞানী ও নেতা তৈরি হবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়—মানবিক ও চরিত্রবান মানুষ হওয়াটাও জরুরি।”

ভৈরব উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী আহসান মোহাম্মদ মোজাহিদের সভাপতিত্ব ও সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাসান আল মামুন, ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন, সহকারী সেক্রেটারি প্রভাষক শাহ আলম, ভৈরব উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল রাজিব প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভৈরবের বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, কৃতিত্ব অর্জনকারীদের সম্মানিত করার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে উৎসাহিত করা যায়, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

অনুষ্ঠানে শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, ফুল ও সনদপত্র দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেন, এ ধরনের স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা যোগাবে। মিলনায়তনজুড়ে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের মুখে একটিই অনুভূতি—গর্ব ও আনন্দ।