ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের উদ্যোগে পৌরসভার সহযোগিতায় খালেদা জিয়া ছাত্রী হোস্টেল পরিস্কার অভিযান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৫ ৮:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

গুরুদয়াল সরকারি কলেজের খালেদা জিয়া ছাত্রী হোস্টেলের আশপাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার সমস্যা সমাধানে এগিয়ে এসেছে কলেজ শাখা ছাত্রদল। শিক্ষার্থীদের অবগতির পরপরই ছাত্রদলের পক্ষ থেকে গতকাল সোমবার (২৮ জুলাই) কিশোরগঞ্জ পৌরসভার সহযোগিতায় ময়লা পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়। পৌরসভার গাড়ি ও জনবল এসে হোস্টেল চত্বর ও তার আশপাশ থেকে ময়লা অপসারণ করে।

পরিবেশগত এই সমস্যার পাশাপাশি আরও কিছু ভৌত ও সামাজিক সমস্যার বিষয়েও জানতে পারে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় এসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন নেতারা। পাশাপাশি বৃক্ষরোপণ উৎসব থেকে সংগৃহীত কিছু ফলজ গাছ হোস্টেলের সৌন্দর্য বৃদ্ধির জন্য উপহার হিসেবে প্রদান করা হয়।

এসময় গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মনিরুল হাসান জেনির নেতৃত্বে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের নূর, বর্তমান যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান তুহিন ও ছাত্রদল নেতা শাহরিয়ার। পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে ছাত্রদলের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও যেকোনো জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন।

গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনিরুল হাসান জেনি জানান, “শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ছাত্রদল সবসময় সক্রিয় ভূমিকা রাখতে চায়। আমরা চেষ্টা করছি যেন শিক্ষার্থীরা একটি সুন্দর, স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশে বাস করতে পারে।”

ছাত্রদলের এই উদ্যোগে হোস্টেলের শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা।