রাজধানীতে নিষিদ্ধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ওরফে লিটন (৫০)–কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) মধ্যরাতে রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবির লালবাগ জোনাল টিম। শুক্রবার (১ আগস্ট) বিকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ডিবি।
ডিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
