কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামীয়া সুপার মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত প্রশাসন কাউকে গ্রেফতার করেনি। অথচ হামলার ভিডিও ফুটেজে হামলাকারীদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। তাই অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচার করতে হবে।
তারা আরও বলেন, জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। স্বৈরাচারী জাতীয় পার্টির নেতা সাবেক মহাসচিব মজিবুল হক চুন্নু ও জি এম কাদেরকে এখনো গ্রেফতার না করায় তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে। এ অবস্থায় দ্রুত তাদের গ্রেফতার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মুখলেছুর রহমান আকন্দ উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ কাজল, দপ্তর সম্পাদক কবি আল মোহাম্মদ মোস্তফা, জেলা শ্রমিক অধিকার পরিষদ সভাপতি নুরুল হক সরকার, সহ সভাপতি ছাত্র অধিকার পরিষদ সালমান এম সাকিবসহ আরও অনেকে।