ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. “লাল জুলাই”
  2. অষ্টগ্রাম
  3. ইটনা
  4. কটিয়াদী
  5. করিমগঞ্জ
  6. কুলিয়ারচর
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. তাড়াইল
  10. নিকলি
  11. পর্যটন
  12. পাকুন্দিয়া
  13. বাজিতপুর
  14. বিনোদন
  15. ভৈরব
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে পুরাতন উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কোর্ট বিল্ডিং জেলা পরিষদ ডাকবাংলোর সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সমাবেশে বক্তারা বলেন, দেশের ইতিহাসে যখনই বাকশাল, স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের অন্ধকার নেমে এসেছে, তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য অগ্রণী ভূমিকা রেখেছে। বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে প্রকৃত মালিকানা জনগণের হাতে ফিরিয়ে আনতে হবে, আর সেখানেই বিএনপির বিজয় নিশ্চিত হবে।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহম্মেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম জাভেদ, বর্তমান আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল এবং সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

র‌্যালি ও সমাবেশে অষ্টগ্রাম উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন।