ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৫ ৬:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত দেশি-বিদেশি ফল সম্পর্কে আগ্রহের সঙ্গে খোঁজখবর নেন। পরবর্তীতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাদিকুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এবারের ফল মেলায় জেলার ১৩টি উপজেলার কৃষি অফিস এবং হর্টিকালচার সেন্টার অংশ নিয়েছে। মোট ৮টি স্টলে প্রদর্শিত হয়েছে নানা জাতের দেশি ও বিদেশি ফল। এর মধ্যে রয়েছে—কাঁঠাল, জাম, আনারস, লটকন, ড্রাগন ফল, আমলকি, মাল্টা, বেল, কলা, পেয়ারা, জাম্বুরা, ডেউয়া ও তালসহ নানা প্রকার মৌসুমি ও বারমাসি ফল।

আগামী শুক্রবার (২৭ জুন) ফল মেলা শেষ হবে। মেলায় আসা দর্শনার্থীদের মধ্যে ফলচাষের প্রতি আগ্রহ তৈরি করতে নানা সচেতনতামূলক প্রচার কার্যক্রমও চালানো হচ্ছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।