ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ-১ আসনে ট্রাক মার্কায় লড়বেন গণঅধিকারের কেন্দ্রীয় নেতা হানিফ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ২৬, ২০২৫ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

“নতুন প্রজন্মের নেতৃত্ব গড়তে চান সাবেক কোটা আন্দোলনের এই নেতা আবু হানিফ”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতির মাঠে আবারও আলোচনায় এসেছেন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবু হানিফ। তিনি এবার কিশোরগঞ্জ-১ আসনে (সদর ও হোসেনপুর) থেকে গণঅধিকার পরিষদের হয়ে ‘ট্রাক’ প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। নির্বাচনী মাঠে ইতোমধ্যে ব্যাপক গণসংযোগ ও পথসভা শুরু করেছেন তিনি।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এবং দলের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন,
“স্বাধীনতার ৫৩ বছরে এই দেশের মানুষ সবচেয়ে বেশি ভুগেছে দুই রাজনৈতিক দলের পালাক্রমে শাসনের কারণে। আজকের তরুণ সমাজ অনেক বেশি সচেতন। তারা পরিবর্তন চায়। সুষ্ঠু নির্বাচন হলে মানুষ বিকল্প নেতৃত্বকে বেছে নেবে বলে আমি বিশ্বাস করি।”

আন্দোলনের পথ থেকে রাজনীতির মঞ্চে
আবু হানিফ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি আওয়ামী লীগবিরোধী বিভিন্ন মিছিল-মিটিংয়ে সক্রিয় অংশগ্রহণ করেন। সরকারের বিভিন্ন দমনমূলক কর্মকাণ্ডের মুখে তিনি একাধিকবার হামলা, মামলা ও হয়রানির শিকার হন।

২০২৪ সালের জুলাই মাসে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ডাকার পর যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনের সামনের সারিতে ছিলেন তিনি। ওই বছরের ২৫ জুলাই মধ্যরাতে নারায়ণগঞ্জ থেকে র‍্যাবের সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। এরপর দুই দিন নিখোঁজ থাকার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর ৬ আগস্ট তিনি কারামুক্ত হন।

স্থানীয় জনমত ও নির্বাচনী পরিস্থিতি:
কিশোরগঞ্জ-১ আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হলেও বর্তমানে ভোটারদের মাঝে বিকল্প নেতৃত্ব নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের একটি অংশ আবু হানিফের সাহসী অবস্থান ও আন্দোলনভিত্তিক রাজনীতিকে স্বাগত জানাচ্ছেন। বিশেষ করে যেসব তরুণ চাকরি ও শিক্ষা সংশ্লিষ্ট ইস্যুতে হতাশ, তারা ট্রাক মার্কার প্রতি আগ্রহ দেখাচ্ছেন।

অন্যদিকে, আওয়ামী লীগের পক্ষ থেকে বর্তমান সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের উত্তরসূরি হিসেবে পরিবারের কেউ প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়েও আলোচনা চলছে, তবে দলটি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

হানিফের লক্ষ্য:
আবু হানিফ বলেন, “আমার লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলা, দুর্নীতিমুক্ত ও মানবিক রাজনীতি চালু করা। আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।”