ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে এক মাস পর অপহৃত কলেজছাত্রী উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ৩০, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

অভিযুক্ত যুবকের বাড়ি থেকে কিশোরগঞ্জে অপহরণের শিকার এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোমবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার পাটধা (কাটালিয়া) এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর থানার এক কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিলেন একই এলাকার যুবক মো. ফাহাদ খান (২৩)। গত ২৯ মে বিকেল ৫টার দিকে ভিকটিম তার বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় অভিযুক্ত ফাহাদ তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনার পরদিন ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, কিশোরগঞ্জ আদালতে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে কিশোরগঞ্জ সদর থানা মামলাটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে। মামলা নম্বর ২৪/২৭৮, তারিখ ২০/০৬/২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৯(১)।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির জানান, মামলার প্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (৩০ জুন) দুপুর ১টা ২০ মিনিটে সদর উপজেলার পাটধা (কাটালিয়া) এলাকায় অভিযান চালায় এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পর ভিকটিমকে কিশোরগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।