ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বাপার মানববন্ধন ও পথসভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ৩০, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন ও পথসভা করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা।

সোমবার (৩০ জুন) বিকাল ৪টায় শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পরিবেশ সচেতনতা বাড়াতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, কিশোরগঞ্জ শহরের একমাত্র প্রাচীন নদী নরসুন্দা আজ হুমকির মুখে। প্রতিদিন নদীতে ময়লা-আবর্জনা, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলায় নদীটি ভয়াবহ দূষণের শিকার হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই এই নদী হারিয়ে যাবে বলেও বক্তারা শঙ্কা প্রকাশ করেন।

তাঁরা আরও বলেন, নরসুন্দা নদীর সীমানা নির্ধারণ করে যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করা জরুরি। পাশাপাশি নদী খননের নামে অতীতে যেসব দুর্নীতি হয়েছে, তার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান পরিবেশ আন্দোলনের নেতারা।

মানববন্ধনে বক্তারা নরসুন্দা নদী রক্ষায় কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন: কাউনার বাঁধ খুলে দেওয়া, নদীর পূর্ণাঙ্গ খনন, পলিথিন দূষণ বন্ধ, নদীর সঙ্গে সংযুক্ত খাল-বিল ও জলাশয় খনন, শহরের যানজট নিরসনে নৌপথ চালুর ব্যবস্থা (পাগলা মসজিদ থেকে জেলা পরিষদ ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ পর্যন্ত)।

পথসভা শেষে সাধারণ পথচারীদের মাঝে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য হ্যান্ডবিল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাপার কিশোরগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম, সহসভাপতি সাংবাদিক শফিক কবির, সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক খায়রুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শিক্ষক হারুনুর রশিদ, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহিম মুনায়েম নুমান, চিকিৎসক উবাইদুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।