ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

এখন অনলাইনেও দান করা যাবে পাগলা মসজিদে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৫ ৭:০০ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এখন থেকে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে দান করা যাবে। দেশ-বিদেশে থাকা ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে চালু করা হয়েছে ‘পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স’-এর অনলাইন ডোনেশন ওয়েবসাইট (www.paglamosque.org)।

শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় মসজিদ চত্বরে নতুন এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাগলা মসজিদের নামে বিভিন্ন প্রতারকচক্র সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। অনেকেই দান করতে চাইলেও নির্ভরযোগ্য মাধ্যমের অভাবে দান করতে পারছিলেন না। তাই মানুষ যেন প্রতারিত না হয় এবং ঘরে বসেই নিরাপদে দান করতে পারেএই উদ্দেশ্যেই এই অনলাইন ডোনেশন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

যারা দান করতে আগ্রহী, তারা এখন থেকে www.paglamosque.org ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন পেমেন্টের মাধ্যমে সহজেই দান করতে পারবেন।

এছাড়াও উদ্বোধনী আয়োজনে  অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা  সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার, মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া, পাগলা মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী, আল জামিয়াতুল ইমদাদিয়ার অধ্যক্ষ মাওলানা শিব্বির আহমাদ রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ইকরাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও মসজিদ পরিচালনা কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেশের অন্যতম বৃহৎ এই মসজিদে প্রতিবছর বিপুল পরিমাণ দান হয়, যা ব্যয় হয় সমাজসেব, দুঃস্থদের সহায়তা এবং ধর্মীয় কার্যক্রমে।