ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

এই সরকার আওয়ামী লীগ ও তার দোসরদের পাহারাদার — আবু হানিফ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় পার্টির দায়ের করা হয়রানিমূলক মামলার আদেশের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ জেলা শাখা।

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শহরের পুরান থানা এলাকার জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কালীবাড়ি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে শেষ হয়।

সমাবেশে গণমাধ্যম সমন্বয়ক ও গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, “বরিশালে নুরুল হক নুর, রাশেদ খানসহ ২৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার আদেশ আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আওয়ামী লীগ বিগত ১৫ বছর ধরে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেও, তার দোসররা এখনো দেশে সক্রিয়। তাদেরও বিচারের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “এই সরকার এখন শুধুই আওয়ামী লীগ ও তাদের দোসরদের পাহারাদার। বিচার ব্যবস্থাও সেই একই নিয়ন্ত্রণে চলছে। আগে রায় হতো হাসিনার নির্দেশে, এখন চলছে অন্য কারো ইশারায় — এটা খুঁজে বের করতে হবে।”

আবু হানিফ আরও বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। সেই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন নুরুল হক নুর। তার নামে মামলা দিয়ে আদালত এখন কোন আদর্শ বা শক্তির পক্ষে অবস্থান নিচ্ছে, তা জাতির জানা দরকার।”

গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অভি চৌধুরী বলেন, “নুরুল হক নুর ২০২৪-এর গণআন্দোলনের মহানায়ক। তার নামে মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল প্রমুখ।