ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. “লাল জুলাই”
  2. অষ্টগ্রাম
  3. ইটনা
  4. কটিয়াদী
  5. করিমগঞ্জ
  6. কুলিয়ারচর
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. তাড়াইল
  10. নিকলি
  11. পর্যটন
  12. পাকুন্দিয়া
  13. বাজিতপুর
  14. বিনোদন
  15. ভৈরব
আজকের সর্বশেষ সবখবর

নরসুন্দায় কচুরিপানার মরণফাঁদে দুই ভাই, ডুবুরি দলের অভিযানে জীবিত উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৫ ৭:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীতে জমে থাকা কচুরিপানা আবারও প্রাণঘাতী ফাঁদে পরিণত হলো। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গুরুদয়াল সরকারি কলেজের পাশে ঘটে যায় এক শ্বাসরুদ্ধকর ঘটনা। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই নিজেও নদীর পানির নিচে আটকে পড়েন।

উদ্ধার হওয়া দুই সহোদর হলেন—কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া এলাকার বাসিন্দা সাকিব (২৫) ও শাকিল (৩০)।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। নরসুন্দা নদীতে প্রচুর কচুরিপানা ও আবর্জনার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। আমাদের ডুবুরি দলের ত্রিশ মিনিটের চেষ্টায় অবশেষে দুই ভাইকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছোট ভাই সাকিব আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেন। তাকে বাঁচাতে বড় ভাই শাকিলও নদীতে নেমে পড়েন। কিন্তু নদীর অতিরিক্ত কচুরিপানার কারণে তারা পানির নিচে আটকে যান।

স্টেশন অফিসার সতর্ক করে বলেন, “নরসুন্দায় ময়লা ও কচুরিপানার পরিমাণ এত বেশি যে উদ্ধার অভিযান পরিচালনা করতে হিমশিম খেতে হয়েছে। দ্রুত নদীকে পরিচ্ছন্ন না করলে বড় ধরনের দুর্ঘটনারও সম্ভাবনা রয়েছে।”

উল্লেখ্য, শহরের প্রাণ নরসুন্দা নদী বহুদিন ধরেই মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। ময়লা-আবর্জনা ও কচুরিপানায় ভরাট হয়ে যাওয়া নদী পুনরুদ্ধারে বহুবার উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি। স্থানীয়রা বলছেন, এ ঘটনার পরই বোঝা যাচ্ছে—অবিলম্বে নদী খনন ও স্থায়ী পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া না হলে মানুষের জীবন ঝুঁকি বাড়বে।