<span;>কিশোরগঞ্জে আবাসিক এলাকাভিত্তিক সংগঠন হাওরপল্লীর নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর, ২০২৫) সকালে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় কমিটি গঠন করা হয়।
<span;>গোপন ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাহ মো. ওবায়েদ উল্লাহ। সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান।
<span;>শহরের শোলাকিয়া (গাছবাজার) এলাকায় হাওরপল্লীর প্রতিষ্ঠা ২০২০ সালে। আবাসিকে পরিবারগুলোর সম্পর্ক উন্নয়ন, শৃঙ্খলা, নিরাপত্তা ও সৌহার্দ্য বজায় রেখে নিরাপদ পরিবেশ গড়ে তোলার উদ্দেশে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।
<span;>শুক্রবার অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ত্ব করেন আগের কমিটির সভাপতি মো. মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো. আজিজুল ইসলাম বাদল।
<span;>নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাওরপল্লী আবাসিকের বাসিন্দা মো. দুলাল মিয়া।
<span;>সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. মোশারফ হোসেন, মো. আলমগীর, শামছুল ইসলাম উজ্জ্বল, মো. বায়েজিদ বখতিয়ার, আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা মো. আতাউর রহমান, আল নাহিয়ান, মো. হুজাইফাসহ আরো কয়েকজন।
<span;>নতুন নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এলাকাবাসীর সহযোগিতা কামনা করে বলেন, হাওরপল্লীকে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও সামাজিক বন্ধনে দৃঢ় আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলাই হবে তাদের মূল লক্ষ্য।