ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অষ্টগ্রাম
  2. ইটনা
  3. কটিয়াদী
  4. করিমগঞ্জ
  5. কুলিয়ারচর
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. তাড়াইল
  9. নিকলি
  10. পর্যটন
  11. পাকুন্দিয়া
  12. বাজিতপুর
  13. বিনোদন
  14. ভৈরব
  15. ভোটের বাঁশি
আজকের সর্বশেষ সবখবর

নবীন শিক্ষার্থীদের বরণে বিন্নাটি খোরশেদ উদ্দিন মাদ্রাসায় প্রাণবন্ত আয়োজন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ সদরের বিন্নাটি এলাকার খোরশেদ উদ্দিন ভূঞা ইসলামিয়া আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হলো নবীন বরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. আরফান উদ্দিন ভূঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আ.ম.ম. আব্দুল হক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ বুরহান উদ্দিন আহম্মদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুটিয়ারচর মাদ্রাসার সুপার মাওলানা বশির উদ্দিন, সুফিয়া মান্নান মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোবারক হোসেন সুমন, ঝাটাশিরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ, বিন্নাটি মুসলিম মিল্লাত মাদ্রাসার সুপার মাওলানা বদিউজ্জামাল, এবং নুহান্দারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ. সালাম আকন্দ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. কামাল উদ্দিন।

নবীন শিক্ষার্থীদের উপস্থিতি ও উৎসাহে মাদ্রাসা প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীরা নবযাত্রার প্রেরণায় মুখরিত হয়ে ভবিষ্যতের স্বপ্ন ও দায়িত্বের অঙ্গীকার ব্যক্ত করেন।