বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের শহীদ রমজান আলী জীবনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (১৫ জুলাই) শহীদের নিজ বাড়িতে তাঁর বাবা জামাল মিয়ার হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর এবং নিকলী-বাজিতপুর আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. রমজান আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাংবাদিক শামসুল আলম সেলিম, বাজিতপুর উপজেলা সেক্রেটারি মাওলানা ডা. মোবারক উল্লাহ, দিলালপুর ইউনিয়ন জামায়াত সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ নূর মিয়া, সাত নম্বর ওয়ার্ড সভাপতি আল আমিনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকালে গত ৫ আগস্ট ২০২৪ তারিখে ঢাকা আলুবাজার-গুলিস্তান এলাকায় শহীদ রমজান আলী জীবন গুরুতর আহত হন। টানা দুই মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর ৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।