আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর জমজমাট ফাইনাল। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ফাইনাল ম্যাচটি শুরু হয়। সকালের খেলায়ও মাঠজুড়ে ছিল দর্শকের উপস্থিতি।
ফাইনাল খেলা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহর শাখা জামায়াতের আমির মাওলানা আ. ম. ম. আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা অফিস সেক্রেটারি মাওলানা এ. কে. এম. সানাউল্লাহ, জেলা যুব কমিটির সভাপতি খালেদ হাসান জুম্মন, শহর শাখার নায়েবে আমীর বদরুজ্জামান রুবেল, শহর শাখার সেক্রেটারি আবু নাছের মো. নয়িম প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম বলেন,“যুব সমাজ একটি দেশের উন্নয়নের আশীর্বাদ। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা তাদের সঠিকভাবে কাজে লাগাতে পারিনি। একটি কুচক্রী মহল যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে নিমজ্জিত রেখে ধ্বংস করছে। আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করা হবে ইনশাআল্লাহ।”
মাঠের লড়াইয়ে ৪নং ওয়ার্ড ১-০ গোলে ৭নং ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় শহর ও জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বহু দর্শক উপস্থিত ছিলেন।
এছাড়া শহরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। শহর শাখার সহকারী সেক্রেটারি মাহফুজুল হক মাসুমের সঞ্চালনায় আলোচনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
